সেচ সংকটে ৪৫ হাজার বিঘা জমির বোরো ধান

মান্দার খরস্রোতা আত্রাই নদ যেন মরা খাল

এম এম হারুন আল রশীদ হীরা, মান্দা (নওগাঁ) : পলি পড়ে ও নানা সময়ে নদের ভাঙনে ভরাট হয়ে গেছে নওগাঁর মান্দা উপজেলার ওপর দিয়ে প্রবাহিত একসময়ের প্রবল খরস্রোতা আত্রাই নদের তলদেশ। এখন খরস্রোতা আত্রাই নদ যেন মরা খালে পরিণত হয়েছে। তাই সেচ সংকটে ৪৫ হাজার বিঘা জমির বোরো ধানের আবাদ অনিশ্চয়তার কবলে পড়েছে। এ বছরও কয়েকদিন ধরে নদটির পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে। উজানের নিচু এলাকাগুলোয় সামান্য পানি থাকলেও পানিশূন্য হয়ে পড়েছে পুরো ভাটি অংশ।
বন্ধ হয়ে গেছে নদকেন্দ্রিক ভাটি অংশে ৩শ’র বেশি সেচপাম্প। এতে চরম ঝুঁকিতে পড়েছে এসব সেচ পাম্পের আওতায় চাষ হওয়া অন্তত ৪৫ হাজার বিঘা জমির বোরো ধানের আবাদ। পর্যাপ্ত বৃষ্টিপাত কিংবা নদে পানি না এলে এ আবাদে ফলন বিপর্যয়ের মুখে পড়বেন কৃষকরা। স্থানীয় বাসিন্দারা বলছেন, আত্রাই নদের পানি দিয়ে দুইপারের শত শত হেক্টর উর্বর জমিতে ধান, গম, সরিষা, আলু, ভুট্টা, পেঁয়াজসহ বিভিন্ন ধরনের ফসলের চাষ করেন কৃষকরা। বিল ও মাঠের জমিতে চাষ হয় বোরো, আমন ও আউশ ধান। কিন্তু প্রত্যেক রবি মৌসুমের শুরুতেই অনাকাক্সিক্ষতভাবে নদের পানি শুকিয়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
প্রসাদপুর গ্রামের কৃষক নুরুল ইসলাম প্রামাণিক ও আয়েজ উদ্দিন ফকির বলেন, উত্তাল নদটি এখন শুধু নামেই নদ। বাস্তবে পরিণত হয়েছে মরা খালে। খরা মৌসুম শুরু হলেই এর পানি দ্রুত কমতে শুরু করে। চৈত্র ও বৈশাখ মাসে পানি কমে চলে আসে মানুষের হাঁটুর নিচে। এ সময় এলাকার মানুষজন হেঁটেই পারাপার হন নদটি। নদীপাড়ের মানুষের উৎপাদন করা প্রধান ফসলই ....বিস্তারিত

মাওলানা আব্দুল খালেকের পরিবারের সাথে জামায়াত আমীরের ইফতার

সাতক্ষীরা সংবাদাতা : সাতক্ষীরার গণমানুষের প্রিয়নেতা সাবেক এমপি, সাতক্ষীরা জামায়াতের সাবেক আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক মণ্ডল রাহিমাহুল্লাহর পরিবারবর্গের সাথে ১ম রমাদানে ইফতার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মজলুম জননেতা ডা. শফিকুর রহমান। গত ১১ মার্চ কারাগার থেকে মুক্তিলাভ করার পর গত ১২ মার্চ ১ম রমাদানে তিনি সাতক্ষীরা সদর উপজেলার সীমান্ত লাগোয়া খলিলনগর ইউনিয়নে মরহুমের পরিবারের সাথে সাক্ষাৎ করেন। বিকেলে আমীরে জামায়াত সাতক্ষীরায় পৌঁছলে জেলা নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দেন। পরে আমীরে জামায়াত আব্দুল খালেক মণ্ডল রাহিমাহুল্লাহর পরিবারবর্গের সাথে দেখা করেন, তাদের খোঁজ-খবর নেন ও সান্ত্বনা প্রদান করেন। এর আগে আমীরে জামায়াত আব্দুল খালেক মণ্ডল রাহিমাহুল্লাহর কবর জিয়ারত করেন এবং মহান আল্লাহর কাছে তাঁর রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।  
এ সময় আমীরে জামায়াতের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা জামায়াতের আমীর মুহাদ্দিস রবিউল বাশার, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, শামীম সাঈদীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। দীর্ঘ ১৫ মাস কারাভোগের পরে মুক্তি পেয়েই বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী, সহযোদ্ধা সাবেক এমপি সাতক্ষীরা জামায়াতের সাবেক আমীর অধ্যক্ষ মাওলানা ....বিস্তারিত

রমযানের প্রকৃত শিক্ষা হচ্ছে আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জন -মাওলানা দেলোয়ার হোসাইন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা জেলা দক্ষিণের আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেছেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের প্রত্যেকের ঈমানী দায়িত্ব। আর সে দায়িত্ববোধ থেকেই আমরা আমাদের সীমিত সামর্থ নিয়ে এসব অসহায়দের পাশে দাঁড়ানোর সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। তিনি দীন প্রতিষ্ঠার আন্দোলনে এগিয়ে আসার জন্য সমাজের সকল শ্রেণির মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান।
তিনি গত ১৯ মার্চ মঙ্গলবার ঢাকার একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা দক্ষিণের কেরানীগঞ্জ থানা আয়োজিত এতিম ছাত্রদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কেরানীগঞ্জ থানার তেঘরিয়া দারুল উলুম ইসলামিয়া মাদরাসা ও এতিমখানার মোহতামিম হাফেজ মাওলানা আবদুশ শাকুরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমীর মো. শাহিনুর ইসলাম ও  জেলা সেক্রেটারি এ.বি.এম কামাল হোসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শূরা সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আমীর মো. ইলিয়াস, তেঘরিয়া ইউনিয়ন আমীর মো. হানিফ মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।
মাওলানা দেলোয়ার হোসাইন বলেন, আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস পবিত্র মাহে রমযান। রমযানের প্রকৃত শিক্ষা হচ্ছে আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জন। এই মোবারক মাসেই মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কুরআন নাজিল করা হয়েছে। তাই মাহে রমযানে সিয়াম ও কিয়াম পালনের মাধ্যমে সকলকে আত্মগঠন ও তাজকিয়া অর্জনে মনোনিবেশ করতে হবে। তিনি রমজানের ....বিস্তারিত

সংগঠন সংবাদ

কুড়িগ্রাম : বাংলাদেশ জামায়াতের ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, পবিত্র রমযান মাসেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। এ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলে জনগণের প্রতি তাদের কোনো দায়দায়িত্ব নেই। রমযান মাসেও জনগণ দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির কারণে সঠিকভাবে খেতে পারছে না, বিনাভোটে নির্বাচিত এ সরকারের দায়িত্বহীনতার কারণে ব্যাংকগুলো একে একে অর্থশূন্য হয়ে দেউলিয়া হয়ে যাচ্ছে। এটাকে সামাল দিতে গিয়ে ব্যাংকগুলোকে একীভূত করছে সরকার। গত ১৬ মার্চ শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা আয়োজিত বার্ষিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিনের সঞ্চালনায় ভার্চুয়ালি আয়োজিত রুকন সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, সহকারী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলালসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।
রংপুর সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আল্লাহর জমিনে আাল্লাহর দীনকে বিজয়ী করতে হলে নিজেকে ইসলামী জ্ঞান ও দুনিয়াবি জ্ঞানে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। তিনি গত ১৫ মার্চ ....বিস্তারিত

সরকার জাতিকে ধীরে ধীরে ধর্মবিমুখ করছে : মো. শাহজাহান

কক্সবাজার সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. শাহজাহান বলেছেন, জনআকাক্সক্ষার বিপরীতে গঠিত সরকার দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ঘণ্টায় ঘণ্টায় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। দেশকে সিন্ডিকেটের হাতে তুলে দিয়ে সরকারদলীয় লোকজন ফায়দা হাসিল করছে। শিক্ষাব্যবস্থাকে সংস্কারের নামে সংখ্যাগরিষ্ঠ মুসলিম সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্য চরমভাবে উপেক্ষা করে জাতিকে ধীরে ধীরে ধর্মবিমুখ করছে। শিক্ষা নিয়ে চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে যদি দেশবাসী সোচ্চার ভূমিকা পালন করতে ব্যর্থ হয়, তাহলে একদিন সবাইকে এর জন্য চরম মাশুল দিতে হবে। পবিত্র মাহে রমযান প্রতি বছর আমাদের কুরআনিক মডেলের আলোকে সমাজ বিনির্মাণের ডাক দিয়ে যায়। বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর এ দুর্দিনে এবারের রমযান ভিন্ন বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে। ফিলিস্তিন, মিয়ানমার, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানরা নির্যাতন, শোষণ ও বঞ্চনার শিকার হয়ে মজলুম অবস্থায় দিনাতিপাত করছে। গত ১৬ মার্চ শহরের একটি মিলনায়তনে জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত মজলিসে শূরা অধিবেশনে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।
 জেলা সহকারী সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মজলিসে শূরা অধিবেশনে আরো বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মুফতি মাওলানা মো. হাবিবুল্লাহ, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের ....বিস্তারিত

ঘোড়াঘাটে লিচু চাষ বাড়ছে

আজিজার রহমান, ঘোড়াঘাট (দিনাজপুর) : দিনাজপুরের ঘোড়াঘাটে লিচু চাষে অনেকে উৎসাহিত হচ্ছে। লিচু চাষিরা বলছেন, বিগত কয়েক বছরের মধ্যে এমন মুকুল দেখা যায়নি। বাগানের প্রায় প্রতিটি গাছেই ঝুলছে থোকা থোকা লিচুর মুকুল। এখনো মুকুল আসেনি এমন বাগানের সংখ্যা অতি নগণ্য। এ বছরে লিচুর মুকুল আসার সময় হালকা বৃষ্টি হওয়ার কারণে পূর্ণাঙ্গ মুকুল বের হয়েছে। জানা যায়, আবহাওয়া অনুকূল এবং দো-আঁশযুক্ত মাটির কারণে ঘোড়াঘাট ফল চাষের উপযুক্ত। উপজেলার অনেকেই লিচু চাষের দিকে ঝুঁকছে।
ফাগুনের শুরু থেকে মাঝামাঝি সময়ে লিচুর মুকুল আসতে শুরু করে। ফাগুনের শেষে লিচু হলুদ রঙা ও সোনারঙা মুকুল ফোটে। চৈত্রের শুরুতে ফুলগুলো কুড়িতে রূপ ধারণ করে। আবহাওয়া অনুকূল থাকলে জ্যৈষ্ঠ মাসের শুরুতে গাছে গাছে লাল টুকটুকে লিচুর দেখা মিলবে। উপজেলা কৃষি অফিসের তথ্যমতে বর্তমানে উপজেলায় ৬৩ হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। এ উপজেলায় প্রধানত ৩ জাতের লিচু চাষ হয়। এর মধ্যে চায়না থ্রি বেশি পছন্দ চাষিদের। এছাড়া রয়েছে বোম্বায় ও মাদরাজী।
উপজেলার ৩নং সিংড়া, ১নং বুলাকীপুর, ৪নং সদর ঘোড়াঘাট ও ঘোড়াঘাট পৌরসভায় সবচেয়ে বেশি লিচু বাগান রয়েছে। সরেজমিন দেখা যায়, বাগানসহ প্রায় বাড়ির আঙিনায় থাকা গাছে থোকায় থোকায় ঝুলছে লিচুর মুকুল।
উপজেলার বুলাকীপুর ইউনিয়নে লিচু চাষি নুরুল ইসলাম জানায়, তার ১ বিঘা জমিতে লিচুর বাগান রয়েছে। গত এক বছর পূর্বে চায়না থ্রি লিচু চাষে ব্যাপক ....বিস্তারিত

বরিশালের বানারীপাড়ায় আলী হোসেনের বাড়িতে কান্নার রোল

বায়জিদ বোস্তামী, বরিশাল : জলদস্যুদের কবলে পড়ার খবর পাওয়ার পর থেকেই ছেলের জন্য কান্নায় ভেঙে পড়েছেন আলী হোসেনের মা নাসিমা পারভীন। কোনো স্বজনের সান্ত্বনায় থামছেন না তিনি। ডুকরে কাঁদছেন আলী হোসেনের স্ত্রী ইয়ামনি। বার বার মূর্ছা যাচ্ছেন বাবা ইমাম হোসেন মোল্লা।
আলী হোসেনের বাড়ি বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের উপারের পাড় গ্রামে। খবর পেয়ে দলে দলে লোক এসে ভিড় করছে তাদের বাড়িতে। সংসারের ছোট ছেলে আলী হোসেন।
আলী হোসেনের বাবা ইমাম হোসেন মোল্লা বলেন, আমরা অজানা আতঙ্কে রয়েছি। আলী হোসেনকে আমরা ফেরত চাই। আমার বুকের মানিককে আমি অক্ষত অবস্থায় ফেরত চাই। আলী হোসেনের মা নাসিমা পারভীন বলেন, ‘আমার সব শেষ হয়ে গেছে। আমার কলিজার ধন কোথায় কারা নিয়ে গেছে। আমি পোলার লগে কথা কইতে পারতেছি না। আমার ছেলেকে সরকার ফেরত এনে দিক। আমার আর কোনো চাওয়া-পাওয়া নেই। আলী হোসেনরে ছাড়া আমি বাঁচব না।’  উল্লেখ্য, গত ১২ মার্চ মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুরে ভারত মহাসাগরে জলদস্যুর কবলে পড়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। এ সময় শিল্পগ্রুপ কেএসআরএমের মালিকানাধীন এসআর শিপিংয়ের জাহাজটির নিয়ন্ত্রণে নেয় সোমালিয়ান দস্যুরা। এখন জাহাজটি সোমালিয়ার দস্যুদের নিয়ন্ত্রণে আছে, জাহাজে থাকা ২৩ জন নাবিকই বাংলাদেশি।


....বিস্তারিত

চাকসুর সাবেক জিএস আব্দুল গাফফারের দাফন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সাবেক জিএস ও বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটির পরিচালক (প্রশাসন), প্রবীণ জামায়াত নেতা, বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের চাপাছড়ি নিবাসী আলহাজ আব্দুল গাফ্ফার (৭৪) গত ১৩ মার্চ বুধবার জোহরের নামাজরত অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। গত ১৩ মার্চ রাত ১১টায় চট্টগ্রাম পুরাতন রেলস্টেশন ময়দানে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। মরহুমের জানাযায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ শাহজাহান। জানাযা-পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলাম, বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটির ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আমির হোছাইন, বুক সোসাইটির ম্যানেজার মুহাম্মদ রফিক বশরী, রিয়াজ উদ্দিন বাজার তামাকুন্ডি লেইন বণিক সমিতির সেক্রেটারি মুহাম্মদ দুলাল, কো-অপারেটিভ বুক সোসাইটি মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ....বিস্তারিত

অন্যান্য মিডিয়া bdnews24 RTNN Sheersha News barta24 Prothom Alo Daily Nayadiganta Jugantor Samakal Amardesh Kaler Kantho Daily Ittefaq Daily Inqilab Daily Sangram Daily Janakantha Amader Shomoy Bangladesh Pratidin Bhorerkagoj Daily Dinkal Manob Zamin Destiny Sangbad Deshbangla Daily Star New Age New Nation Bangladesh Today Financial Express Independent News Today Shaptahik 2000 Computer Jagat Computer Barta Budhbar Bangladesherkhela Holiday Bangladesh Monitor BBC Bangla Pars Today
homeabout usdeveloped by

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মো. তাসনীম আলম।

এটিএম সিরাজুল হক কর্তৃক হক প্রিন্টার্স ১০/৮ আরামবাগ, ঢাকা-১০০০ হতে মুদ্রিত ও প্রকাশিত। যোগাযোগের ঠিকানাঃ ৪২৩ এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা - ১২১৭।

ফোন: ৮৮ ০২ ৪৮৩১৯০৬৫, ই-মেইল: sonarbanglaweekly@gmail.com, weeklysonarbangla@yahoo.com, সার্কুলেশন: ০১৫৫২৩৯৮১৯০, বিজ্ঞাপন: ৪৮৩১৫৫৭১, ০১৯১৬৮৬৯১৬৮, ০১৭৩৪০৩৬৮৪৬।